Moyna

 বিসমিল্লাহির রহমান ির রহিম 

আত্মশুদ্ধির ক্ষেত্রে ফরজ ও নফল এবং করণীয় ও বর্জনীয় কর্ম রয়েছে। শিরক, কুফ,র, আত্ম প্রে্‌ কোরআন-সুন্নাহের বিপরীতে নিজের পছন্দ গুরুত্ব প্রদান, হিংসা অহংকার লো ভ রিয়া বা  প্রদর্শনের ছা নেছা ক্রোধ নিষ্ঠুরতা ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত-পবিত্র করতে হবে। এগুলো বর্জনীয় মানসিক কর্ম। মনকে ধৈর্য কৃতজ্ঞতা আল্লাহ ভীতি আল্লাহর রহমতের আশা আল্লাহর ফয়সালার উপর  সন্তুষ্টি, সকলের প্রতি ভালোবাসা কল্যাণ কামনা বিষয় দিয়ে পরিপূর্ণ করতে হবে এগুলো করনীয় মানসিক করনীয়। এগুলোর ফরজ বা নফল পর্যায়ে আছে আমরা বুঝতে পারছি যে, শিরক আত্ম প্রেম ইত্যাদিতে মন ভরে রেখে পাশাপাশি ছবর সকল ক্রন্দন ইত্যাদি গুণ অর্জনের চেষ্টা করা বিভ্রান্তি ও ভন্ডামি ছাড়া কিছুই নয়।

জিকির শব্দটি আরবি বাংলা এর অর্থ স্মরণ করা বা স্মরণ করানো পরবর্তী আলোচনা থেকে আমরা দেখতে পারব যে যে কোন প্রকারের মনে মুখে অন্তরে কর্মের মাধ্যমে চিন্তার মাধ্যমে আদেশ পালন করে বা নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহর নাম গুণাবলী বিধি-বিধান তার পুরস্কার শাস্তি ইত্যাদি স্মরণ করা বা কোরআনকে পরিভাষায় জিকির বা আল্লাহর জিকির বলা হয়। মুখের সাথে মনের ও কর্মের স্মরণ থাকতে হবে শুধু কর্মের স্মরণ বা শুধু মনের স্মরণে জিকির তবে কোরআন ও হাদিসে জিকিরের নির্দেশের ক্ষেত্রে জিকিরের ফজিলত বর্ণনার ক্ষেত্রে বা রাসুল সাঃ এর বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ মূলত মুখের উচ্চারণের মাধ্যমে আল্লাহর স্মরণ বোঝানো হয়েছে আমরা পরবর্তী আলোচনা বিস্তারিত জানতে পারবো।

মূল কথা হচ্ছে কোরআন ও সুন্নাহে জিকির বলতে সাধারণভাবে কোন না কোন ভাবে মুখের ভাষায় আল্লাহকে স্মরণ রাখতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url