Kokil


  1. বিসমিল্লাহির রহমানির রহিম.
আমরা দুইটি এবাদতের অনেক গুরুত্ব দেখে থাকি একটা হল ফরজ আরেকটা নফল নফল পর্যায়ের জিকির কে বেলায়েতের পথে অন্য সকল নফল ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে হাদিস শরীফে সর্বোপরি জন্য কোরআন হাদিসে জিকিরের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে এজন্য আমরা এ গ্রন্থে বেলায়েতের পথের বর্ণনায় জিকির বিষয় সবচেয়ে বেশি আলোচনা জানতে পারবো আল্লাহর কাছে তাওফিক কবুলিয়ত প্রার্থনা করছি.।

অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত ও সাহাবীগণের সুন্নতের উপর নির্ভর না করে শুধুমাত্র শাব্দিক অর্থ বা ব্যক্তিগত প্রজ্ঞা অভিনন্দন নির্ভর করে কোরআনের আয়াত বা হাদিসের অর্থ বা ব্যাখ্যা করতে গিয়ে আমরা এক প্রকারের বিভ্রান্তির মধ্যেও মধ্যে নিপতিত হই প্রথমত অনেক সময় অনেক আবেগী ধার্মিক মানুষ তাজবি তাহলে ইত্যাদি সাবজেক্ট জিকিরের প্রতি অবজ্ঞা করে বলেন যে আল্লাহর হুকুম মানাইত বড় জিকির ইত্যাদি.।


অনেক সময় অনেক ধার্মিক মানুষ জিকির বলতে শুধুমাত্র তাসবীহ ইত্যাদি সাবজেক্ট পালন করেন তিনি কখনোই ইত্যাদি যথাযথ পালন না করে শুধুমাত্র কিছু সুন্নত সম্মত অথবা বিদআত পদ্ধতিতে উদ্ভাবিত জিকির নামক কর্ম করে নিজেকে জাকির বলে দাবি করেন বা মনে করে...

তৃতীয়ত অনেক ধার্মিক জাকির মানুষ আল্লাহর জিকির বা আল্লাহর নামের জিকির সুন্নত সম্মত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর সাহাবীগণের আচরিত জিকির না বুঝে সমাজে প্রচলিত বিভিন্ন বানোয়াটি পদ্ধতির বানোয়াট জিকির বোঝেন তারা আল্লাহর জিকিরের ফজিলতের আয়াত ও হাদিস কিন্তু এগুলোর পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম ও সাহাবীগণের সুন্নত নিয়ে মাথা ঘামান না. এ সকল বিভ্রান্তির মূল কোরআন হাদিস ও সাহাবীগণের শিক্ষা কর্ম ও ব্যবহার না জেনে দুই একটি আয়াত বা হাদিস পড়ে মন মতো ব্যাখ্যা করা ইসলামের অন্যতম রুকন সালাত সালাত অর্থ প্রার্থনা আমরা বাংলা ভাষায় ফার্সি ভাষায় নামাজ শব্দ ব্যবহার করি.।

ইংরেজিতে সালাতকে প্রেয়ার বলা হয় এখন কল্পনা করুন একজন নতুন ইংরেজি ভাষাভাষী মুসলিম আল্লাহর নির্দেশ পালন করতে প্রেয়ার বা প্রার্থনা কায়েম করতে চায় এজন্য দাঁড়িয়ে বা বসে আবেগের সাথে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে তাকে এ বিষয়ে সে বলে যে আল্লাহর নিজের মত সে প্রেয়ার বা সালাত কায়েম করছে আপনি তাকে এভাবে প্রার্থনা বা সালাত কায়েম করতে নিষেধ করলে তো হয় আপনাকে ইসলামবিরোধী ও সালাদ বিরোধী বলে আখ্যায়িত করবে.।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url