Ghughu

বিসমিল্লাহির রহমানির রহিম।

 জাপানি ও অন্যান্য বিদেশী সাক্ষাৎ হলে তাদের সালাম হিসেবে পাও করে বা মাথা নিচু করে সম্ভাষণ জানায় এখন একজন জাপানে ইসলাম গ্রহণ করে ইসলামী সালাম শিখেছেন তিনি অনুরূপ ভাউ করে বা মাথা ঢুকিয়ে আপনাকে আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন আপনি তাকে বাও করতে নিষেধ করলেন আপনি আমাকে সালাম করতে নিষেধ করছেন সালামে এত ফজিলত ইত্যাদি ইত্যাদি।

আপনি কি করবেন আপনি কি তাকে বোঝাতে পারবেন আপনি সালাম করতে নিষেধ করছেন না আপনি শুধুমাত্র বাও করে সালাম করতে নিষেধ করছেন আপনি কি তাকে বোঝাতে পারবেন যে আপনি তাকে সুন্নত পদ্ধতিতে সালাম করতে বলেছেন?



আমাদের দেশের জাকিরগুন অবিকল একই সমস্যায় নিপতিত আল্লাহর জিকির জিকির আল্লাহর নামের জিকির শব্দটি বিকৃত ও সুন্নাহ বিরোধী অর্থে ব্যবহৃত হচ্ছে আপনি যদি রাসুলুল্লাহ সাঃ ও সাহাবীগণের পদ্ধতিতে জিকির করতে অনুরোধ করেন তাহলে তারা আপনার কথার ভুল অর্থ করে আপনি নিষেধ করেছেন বলে আপনার বিরোধিতা করবেন।

এজন্য আমাদেরকে একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআন ও হাদিসের জিকিরের যে অগণিত নির্দেশনা ফজিলত বর্ণিত হয়েছে সেসব নির্দেশনা পালনের এবং ফজিলত অর্জনের জন্য আমরা কি মনগড়াভাবে প্রয়োজন ইচ্ছা বা অভিরুচির মত জিকির বা পদ্ধতি বানিয়ে নিতে পারব?

নাকি আমাদের এ সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও তার সাহাবীগণের অনুসরণ করতে হবে জিকির মানেই তো স্মরণ আমরা কি তাহলে দেশ ভাষা রুচি প্রয়োজন ও ইচ্ছামত শব্দে ও ইচ্ছামত পদ্ধতিতে জিকির বা স্মরণ করতে পারবো না শুধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যখন যেভাবে যে শব্দে ও যে পদ্ধতিতে জিকির করেছেন অবিকল সেভাবে আমাদের জিকির করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url